Views Bangladesh Logo

এনবিআরের আন্দোলনে সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে: চেয়ারম্যান

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক আন্দোলনে যারা বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয়ে ভিন্নভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) বিকালে ঢাকা কাস্টমস হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আস্থার সংকট নিরসনে কী উদ্যোগ নেয়া হবে— জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, সেজন্যই আজ কর্মকর্তাদের কাছে চলে এসেছি। তাদের অভয় দেয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন এবং নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আমার মনে হয় না, কারও ভয় পাওয়ার কোনো কারণ আছে।

তিনি বলেন, কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন। বিষয়টি অবশ্যই ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমি মনে করি না, কারও ভয় পাওয়ার কারণ আছে।

রাজস্ব আদায়ে চলমান আন্দোলনের কোনো প্রভাব পড়বে কি না— জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি তো স্থায়ী হবে না। রাজস্ব বিভাগে যারা কর্মরত, তারাই রাজস্ব আদায়ের কাজ করবেন। এত ঝামেলার মধ্যেও তারা দায়িত্ব পালন করেছেন। আপনারা যে ভয় পাচ্ছেন, রাজস্ব আদায় বন্ধ হয়ে যাবে বা ব্যাহত হবে— সে আশঙ্কা নেই। সবকিছু ঠিক হয়ে যাবে।

আন্দোলনের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, সেটি পুষিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করব ক্ষতি কাভার করার।

৩০ জুন দেয়া শান্তিপূর্ণ পরিবেশের আশ্বাসের পর কয়েকটি আদেশ আসা প্রসঙ্গে তিনি বলেন, কিছু বিষয় থাকে যা সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তের আওতায় পড়ে। সেটা আপনাদের বুঝতে হবে।

আন্দোলনে কি মাত্র পাঁচজন অংশ নিয়েছিল? — এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জানার বিষয় আরও অনেকে উপস্থিত ছিলেন। আমি যে আশ্বাস দিয়েছি, সেটা ঠিক আছে। নইলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। তবে সেরকম কিছু হয়নি।

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে তিন লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ৩০ জুন পর্যন্ত এ পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। তিনি বলেন, ‘এটা আরও বাড়বে। বুক অ্যাডজাস্টমেন্টে সাধারণত এক-দুই সপ্তাহ সময় লাগে। আমার ধারণা, সেটি সমন্বয় হলে রাজস্ব আয় আরও বাড়বে।’

এর আগে দুপুরে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউজ পরিদর্শন করেন। এ সময় তিনি এ চালান, ব্যাগেজ রুলস ও ডিটেনশন ম্যামো— এই তিনটি সফটওয়্যারের উদ্বোধন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ