Views Bangladesh Logo

নাসা গ্রুপের বেতন না দিলে মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা: শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা জানান। সভায় নাসা গ্রুপের প্রতিনিধিদের বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে মালিক নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তাদের সম্পদ বিক্রির ব্যবস্থা করতে হবে এবং চলতি মাসের বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখার বা বন্ধ করার সিদ্ধান্তও জানাতে হবে। অন্যথায় মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং মালিক, তার স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।

সভায় নাসা গ্রুপের মালিকপক্ষের নামে বিভিন্ন সম্পদ খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে গুলশান-১, জলসিঁড়ি, চাঁদপুর, উত্তরা, তেজগাঁও, মেঘনা ঘাট, ঠাকুরগাঁও ও দুবাইয়ে থাকা বিল্ডিং, মার্কেট, হেলিপ্যাড, ওয়ারহাউজ, জমি, হাসপাতাল, সুইমিং পুল, পেট্রোল পাম্প এবং প্রভিডেন্ট ফান্ড।

উপদেষ্টা বলেন, এসব সম্পদ বিক্রির মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ