Views Bangladesh Logo

কাঠগড়ায় ব্লেড দিয়ে গলা কেটে আসামির আত্মহত্যার চেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

দালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষণ মামলার আসামি বাদল হোসেন মুন্না (২১)। মূমুর্ষু অবস্থায় তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুনানির সময় হঠাৎ গোপনে ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলেন মুন্না। কর্তব্যরত সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. সালাহউদ্দিন বলেন, মুন্নার শ্বাসনালী কেটে গেছে। আমরা জরুরি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। কারণ, এটি একটি পুলিশ মামলা’।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বেশ কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন মুন্না। তার পরিবার জোর দিয়ে বলছে, তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।

হাসপাতালের বাইরে মুন্নার বাবা আব্দুল আলী সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে কয়েক মাস ধরে কারাগারে আছে। জামিনের শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ ব্লেড বের করে গলায় আঘাত করে সে। মামলাটি তার শ্বশুর করেছেন, এটি মিথ্যা’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ