পুলিশ একাডেমি থেকে ‘নিখোঁজ’ অভিযুক্ত ডিআইজি
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। 
তিনি বলেন, এহসানুল্লাহ বৃহস্পতিবার ডাকযোগে ছুটির আবেদন পাঠিয়েছেন। কিন্তু সে আবেদন গৃহীত হয়নি। উনার নিখোঁজ হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
বরিশালের সাবেক এই পুলিশ সুপার বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ডিআইজি হিসাবে সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে যায়। 
বাংলাদেশ পুলিশ একাডেমির একাধিক সূত্রে জানা গেছে, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন এ খবর এহসানুল্লাহ  আগেই জেনে ফেলেন এবং সেখান থেকে ‘আত্মগোপনে’ চলে যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে