Views Bangladesh Logo

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।। সোমবার (১ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদকের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের তদন্ত শুরু হলো।

দুদক সূত্র জানায়, আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। অভিযোগ রয়েছে, মিঠু ও বকুলের যোগসাজশে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম-দুর্নীতি হলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তারা আইনগত পদক্ষেপ থেকে বাঁচতে সক্ষম হন।

এছাড়া ইকবাল মাহমুদের বিরুদ্ধে মিঠুর কাছ থেকে রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগও উঠেছে। তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখবে দুদক। একইসঙ্গে তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎসও অনুসন্ধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর রিমান্ডে থাকা অবস্থায় মিঠুর দেওয়া তথ্যের ভিত্তিতেই ইকবাল মাহমুদের নাম সামনে আসে বলে জানিয়েছে দুদক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ