দুর্নীতিবিরোধী উদ্যোগ জোরদারে দুদক-টিআইবি সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টা জোরদারে পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। চুক্তি অনুসারে দুর্নীতির বিষয়ে জনসচেতনতা ও পদ্ধতিগত উৎকর্ষতা বাড়ানো, নৈতিক মানের উন্নয়ন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম পরিচালনায় যৌথভাবে কাজ করবে সংস্থা দুটি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন এবং নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে নতুন সমঝোতা স্মারকটি আগামী ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
অনুষ্ঠানে ছিলেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, কমিশনার (তদন্ত) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহিম এবং টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুটি সংস্থার মধ্যে পঞ্চম সমঝোতা স্মারক এটি। দুর্নীতি দমনে তাদের পারষ্পরিক সহযোগিতা ২০১৫ সালের মে মাসে দুই বছরের সমঝোতা স্মারক স্বাক্ষরে শুরু হয়। এরপর ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালে চুক্তি হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে