Views Bangladesh Logo

শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ দুদকের

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্য পলাতক দুর্নীতিবাজদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) সদস্যদের নিয়ে কর্মশালার উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতি ও দেশকে লুণ্ঠনের চেষ্টা করেন। দুদক নির্ভীক ও পক্ষপাতহীনভাবে এই মামলাগুলোর তদন্ত পরিচালনা করছে দুদক’।

রাজনৈতিক দলগুলোকে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান আব্দুল মোমেন।

হাই-প্রোফাইল ব্যক্তিদের বিষয়ে কমিশনের অবস্থান সম্পর্কে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দুদক সাধারণ অপরাধী এবং শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো পার্থক্য করে না। আইনের অধীনে সবার সাথে সমান আচরণ করা হয়’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ