সাকিব আল হাসানকে দুদকে তলব
শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের মহাপরিচালক জানান, মো. আবুল খায়ের ওরফে হিরু দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছেন এবং অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন মাধ্যমে স্থানান্তর করেছেন। এই মামলায় সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে তলব করা হয়েছে। তাদের মধ্যে ২৫ ও ২৬ নভেম্বর পৃথকভাবে হাজির হতে বলা হয়েছে।
এ মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, সাকিব আল হাসানকে ২৬ নভেম্বর সকাল ১০টায় হাজির হয়ে মামলার বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও অনুসন্ধান চলছে।
ক্ষমতার পরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এছাড়া ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে