Views Bangladesh Logo

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে বিকল্প ধারার নেতা মাহী বদরুদ্দোজা (মাহী বি) চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২০ কোটি টাকার সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনেছে সংস্থাটি।

বুধবার (১৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন জানান, মাহী বি চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে নয় কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যমানের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ ২০ কোটি ৬৯ লাখ ২৫৩/- টাকা মূল্যমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজে ভোগ-দখল করেন।


ওই সম্পদের মধ্যে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের প্রকৃতি গোপনের অসৎ উদ্দেশ্যে তিনি ৬৮ একর জমির (নয় কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা) বায়না অর্থ পরিশোধপূর্বক নিজ নামে বায়না দলিল সম্পাদন করেন। পরে তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে ক্রয়পূর্বক ওই অর্থ স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।

এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে মামলাটি হয়েছে বলেও জানান দুদকের মহাপরিচালক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ