Views Bangladesh Logo

যুগ্ম সচিব রথীন্দ্রনাথের বিদেশ গমনে নিষেধাজ্ঞায় আদালতে দুদকের আবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিলেটের আঞ্চলিক পরিচালক রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রী চন্দনা দাশের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করতে আদালতে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই দম্পতিকে সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দিয়েছে সংস্থাটি।

যুগ্ম সচিব পর্যায়ের এই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি করে ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট সংগ্রহ, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে বলেও জানায় দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তার হোসেন জানান, রথীন্দ্রনাথ দত্ত জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট সংগ্রহসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এসব অর্থের মাধ্যমে তিনি দেশে-বিদেশে নিজের নামে ও নির্ভরশীলদের নামে-বেনামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রথীন্দ্রনাথ দত্তের লিয়েন গ্রহণ এবং তার নামে থাকা পাসপোর্ট ব্যবহার করে বিদেশগমন সম্পর্কিত তথ্য যাচাই করে তা সন্দেহজনক বলেও মনে করা হচ্ছে। এসব অভিযোগের অধিকতর তদন্ত এবং সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় স্বার্থে তার ও তার স্ত্রীর বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি জানানো হয়েছে।

এছাড়া রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রী চন্দনা দাশের কাছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭-এর ১৭ বিধি অনুসারে ফরম-৫ মোতাবেক তাদের নামে-বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণীও চাওয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ