হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে দুদকের চিঠি
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারের জন্য ইন্টারপোল রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে চিঠি দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি তদন্ত চলাকালে বিদেশে পাড়ি জমান। তাই তাকে আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।
দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া স্বাক্ষরিত ওই চিঠিতে শেখ হাসিনার অবস্থান শনাক্ত, তাকে দেশে ফেরত আনা এবং আইনানুগ বিচার প্রক্রিয়ার আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে