Views Bangladesh Logo

চবিতে শিক্ষক ও কর্মচারী নিয়োগ অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে প্রশাসনিক ভবনে অভিযান চালিয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব নিয়োগের মধ্যে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খান প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যমতে, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, প্রাণিবিদ্যা, এইচআরএমসহ মোট ৯টি বিভাগে ৪৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০০ জন কর্মচারী এবং ৯ জন কর্মকর্তার নিয়োগের সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারীসহ বিভিন্ন পদের জনবল রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দুদকের অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ