Views Bangladesh Logo

এনবিআরের এক কমিশনারসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঘুষ নিয়ে কর ফাঁকির সুযোগ করে দেয়া এবং ঘুষ না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কমিশনারসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুদকের ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এনবিআরের ঢাকা পূর্বের কমিশনার (কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট) কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল স্থলবন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, উপ-কর কমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (আয়কর গোয়েন্দা ইউনিট) সেহেলা সিদ্দিকা এবং কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান আহমেদের বিরুদ্ধে কর ফাঁকিসহ নানা অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদক জানায়, কতিপয় অসাধু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং রাজস্ব কর্মকর্তারা যোগসাজশে নির্ধারিত কর আদায় না করে করের পরিমাণ ইচ্ছেমতো কমিয়ে দেন। এতে প্রতি বছর সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এছাড়া, কোনো ব্যবসায়ী ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে।

এর আগে গতকাল একই অভিযোগে আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তারা হলেন — অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার মো. তারেক হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ