সাদা পাথর লুট: অনুসন্ধান শুরু করেছে দুদক
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট ও দুর্নীতির ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে প্রাথমিক সত্যতা মেলার পর কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধান শেষে অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের সিলেট কার্যালয়ের তদন্তে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি–সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, প্রভাবশালী পাথর ব্যবসায়ী এবং প্রশাসনের কর্মকর্তাদের নাম উঠে এসেছে। প্রাথমিক প্রতিবেদনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কথাও উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, ভোলাগঞ্জ সীমান্তের সংরক্ষিত এলাকায় গত এক বছরে কয়েকশ কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। শিগগিরই একটি অনুসন্ধান টিম গঠন করে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে