Views Bangladesh Logo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সেগুনবাগিচায় দুদক সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি থাকার সময় ব্যক্তিগত সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার এবং নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা–সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে প্রায় ২৪ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে এই অনুসন্ধান চলছে।

দুদক সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনকালে ব্যক্তিগত বিলাসিতার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার এবং প্রকল্পের নামে সরকারি অর্থের ক্ষতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। গত ১৬ নভেম্বর বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে একটি টিম গঠন করে দুদক।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ