স্ত্রীসহ সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলা
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পত্তি গোপন অস্বাভাবিক লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনেছে সংস্থাটি।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় বুধবার (১৫ অক্টোবর) মামলাগুলো করা হয়।
দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন জানান, সাবের-রেহানা দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ ও ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন এবং সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এছাড়াও দুদকের অনুসন্ধানকালে রেহেনা চৌধুরীর বিরুদ্ধে ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে