ঢাকায় এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি
ঢাকায় এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি। বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আগামী ২৪ ও ২৫ জুলাই একটি পাঁচ তারকা হোটেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এজিএমের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। গতকাল পর্যন্ত ১৯টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বিসিবি। এরই মধ্যে কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ঢাকায় এসে পৌঁছেছেন, যার মধ্যে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ অপারেটিং অফিসার সালমান নাসীম, তিনি মঙ্গলবারই ঢাকায় পৌঁছান।
এসিসির নিয়ম অনুসারে, সভায় কোরাম পূরণে কমপক্ষে তিনটি পূর্ণ টেস্ট খেলুড়ে দেশ ও দশটি সহযোগী সদস্যভুক্ত দেশের উপস্থিতি প্রয়োজন। তবে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান চলতি বছরের এজিএমে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
সূত্র মতে, কোরাম পূরণে বিসিবি ও পিসিবি যৌথভাবে আফগানিস্তানকে সভায় অংশগ্রহণে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে। আফগানিস্তান মৌখিকভাবে সম্মতি জানালেও শেষ মুহূর্তে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করলে সভাটি স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে