Views Bangladesh Logo

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা

জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানিয়েছেন, তিনি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে মকবুল হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহীদদের আত্মত্যাগের মূল্য হিসেবে একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।

এদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত হয়ে তিনি শহীদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শহরে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তারেক রহমান কালেক্টর ঈদগাহ মাঠে বিভাগীয় জনসভায় বক্তৃতা দেন। জনসভায় অংশগ্রহণের জন্য মাঠ ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমর্থকরা লাল-সবুজ পতাকা ও বিএনপির দলীয় পতাকা হাতে নিয়ে ধানের শীষ প্রতীকের মিছিল করছেন। জনসভা এলাকার বিভিন্ন মোড়ে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে, যাতে উপস্থিতরা সরাসরি বক্তব্য শুনতে পারেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসভাস্থল, বিভিন্ন সড়ক ও নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে পুরো শহরে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ