Views Bangladesh Logo

ভোটে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা থাকবে: ইসি সচিব

সন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি দুর্গাপূজার সময় যে অ্যাপ ব্যবহৃত হয়েছিল, সেটিও চালু রাখবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনী ব্যবস্থাপনার কাঠামো সম্পর্কে সচিব বলেন, প্রতি ৪০০টি ইনভেলাপ বা ব্যালট সামলানোর জন্য একজন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে মোট ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আচরণবিধি ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, 'লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই রাজনৈতিক দলগুলো নির্ভয়ে অভিযোগ করতে পারছে।' তিনি যোগ করেন, নির্বাচন কমিশন কোনোভাবেই নির্ভার নয়। আচরণবিধি ভঙ্গ হলে সরাসরি ইলেকটোরাল কমিটিকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আদালতের কোনো আনুষ্ঠানিক নথি বা আদেশের কপি এখনো তার হাতে পৌঁছেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ