সাদিক-ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া ছিল, অভিযোগ আবিদুলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, জামায়াত-শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদিক কায়েম ও এস.এম. ফরহাদের ব্যালট পেপারে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া ছিল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন আবিদুল। তিনি বলেন, শিবিরের সমর্থিত ভিপি প্রার্থী শাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস.এম. ফরহাদের জন্য নির্ধারিত ব্যালট পেপারে ভোট শুরুর আগেই ক্রস চিহ্ন দেয়া ছিল। এই কেন্দ্রটি মূলত রোকেয়া হলের ছাত্রীদের জন্য।
আবিদুল বলেন, ‘এটি নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।’
এর আগে আবিদুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল, যা তিনি অস্বীকার করে বলেন, ‘আমি প্রধান রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছি। কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। কিছু কেন্দ্রে আমাকে ঢুকতে দেয়া হলেও কিছু কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। সংবিধান অনুযায়ী, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থী এবং পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করার অধিকার রয়েছে।’
সকল অনাবাসিক শিক্ষার্থীকে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে আবিদুল ইসলাম বলেন, ‘মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের ভোট গুরুত্বপূর্ণ।’
অমর একুশে হলে ভোট কারচুপির খবর প্রসঙ্গে এই ভিপি প্রার্থী বলেন, তিনি ঘটনাস্থলে যাননি এবং আরও তথ্য সংগ্রহের পর মন্তব্য করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে