আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল
ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক তার বিরুদ্ধে যে আপিল দায়ের করেছিলেন, নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রিটার্নিং কর্মকর্তা মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করা হয়। তবে কমিশন জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বরের মধ্যেই মিন্টু তার বিদেশি নাগরিকত্ব পরিত্যাগের জন্য আবেদন করেছেন এবং নির্ধারিত ফি জমা দিয়েছেন। ফলে আপিলটি খারিজ করা হয়।
এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির এই প্রার্থীর আর কোনো আইনগত বাধা রইল না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে