Views Bangladesh Logo

এবি পার্টির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বি পার্টির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ১০২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সাতজন ভাইস চেয়ারম্যান ও ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) এবি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদে তিনজনকে মনোনয়ন দেন। তাঁরা হলেন-নুরুল গাফ্ফার (যুক্তরাজ্য), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) ও সানোয়ার হোসেন (জামালপুর)।’

এতে আরও বলা হয়, ‘পূর্ণাঙ্গ কমিটিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। বর্তমান কমিটিতে আগেকার দায়িত্বের বেশ কিছু রদবদল হয়েছে। নতুন করে আটজনকে সাংগঠনিক সম্পাদক এবং আটজনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটিতে এবারও দলের যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও এবারের কমিটিতে তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে মূল সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেছেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি শিগগিরই কাজ শুরু করবে। গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালিত হলে শুরু থেকেই দলে একটা সুশৃঙ্খল ঐতিহ্য তৈরি হওয়ার বিষয়ে দুজনই আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ