Views Bangladesh Logo

ছাত্রলীগকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে জাতিসংঘকে আহ্বান এবি পার্টির

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস নির্যাতন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে এই আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে আবেদনটির সাথে অভিযোগের বিশদ বিবরণী সম্বলিত স্মারকলিপি জমা দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম। তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ও সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ। আবেদনটি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান।

পরে সাংবাদিকদের কাছে অন্তর্বর্তী সরকারের ছাত্রলীগ নিষিদ্ধ করার নির্বাহী আদেশের পটভূমি তুলে ধরেন ব্যারিস্টার মিলি। দেশজুড়ে নারীর বিরুদ্ধে সহিংসতা, বিশ্ববিদ্যালয়ের অতিথিকক্ষে শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারী আধা-সামরিক বাহিনী হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকা রাখার অভিযোগ করেন তিনি।

জুলাইয়ের গণআন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সহিংস হামলায় এই গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ তুলে ব্যারিস্টার মিলি বলেন, ‘এই অপরাধগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়’।

তিনি বলেন, ‘ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে আমরা জাতিসংঘের কাছে এসব তথ্য উপস্থাপন করেছি। দেশের ভেতরে হোক বা বাইরে, এই গোষ্ঠীর সদস্যদের এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অনুমতি না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

মিলি দাবি করেন, জাতিসংঘের প্রতিনিধিরা তাদের স্মারকলিপি স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। তবে, তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়নে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা অপরিহার্য হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ