এক নজরে তফসিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিলে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।
তফসিলে যা বলা হয়েছে
মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৯ ডিসেম্বর
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ১১ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
প্রচার শুরু: ২২ জানুয়ারি
প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট
অতিরিক্ত তথ্য
সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার রয়েছে।
৩ লাখের বেশি প্রবাসী ভোটার ইতোমধ্যে নিবন্ধন করেছেন।
ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে