Views Bangladesh Logo

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)’–এ যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের একটি কন্টিনজেন্ট মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। তারা ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১১’-এর প্রথম গ্রুপ হিসেবে দায়িত্ব নেবে এবং বর্তমানে কর্মরত ‘মেরিন ইউনিট–১০’-কে প্রতিস্থাপন করবে।

নৌবাহিনী জানায়, আগামী ১৯ ডিসেম্বর দ্বিতীয় গ্রুপের আরও ৩৯ জন শান্তিরক্ষী দক্ষিণ সুদান অভিমুখে রওনা হবেন।

দীর্ঘদিন ধরে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী দক্ষিণ সুদানের দুর্গম নদীবেষ্টিত অঞ্চলগুলোতে বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা, জ্বালানি ও খাদ্যবাহী বার্জের নিরাপদ চলাচল, জলদস্যুতা প্রতিরোধ, অগ্নিনির্বাপন, দুর্ঘটনায় উদ্ধার, বেসামরিক নাবিকদের নিরাপত্তা এবং মিশনের রসদ পরিবহনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতিসংঘ মিশনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার, জরুরি চিকিৎসা এবং ডুবুরি সহায়তার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগর এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সেও দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’। নীল নদের ১,৩১১ কিলোমিটার পথ ধরে ইউনিটটি এখন পর্যন্ত সফলভাবে ৭১টি লজিস্টিক অপারেশন সম্পন্ন করেছে।

শান্তিরক্ষা কার্যক্রমে নৌবাহিনীর এই সক্রিয় ও সম্মানজনক অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ