চাকসু নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৯৩১ প্রার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।
এর মধ্যে কেন্দ্রীয় চাকসু পরিষদে প্রার্থী হয়েছেন ৪২৯ জন, আর হল সংসদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০২ জন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও হল পর্যায়ের পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১,১৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ২৩১ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে তাদের ফরম জমা দেননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ১৫টি আবাসিক হল রয়েছে—এর মধ্যে ১০টি ছেলেদের জন্য এবং ৫টি মেয়েদের জন্য।
মনোনয়নপত্রের হিসাব অনুযায়ী, ছেলেদের হল থেকে ৩৫৬ জন এবং মেয়েদের হল থেকে ১২৫ জন প্রার্থী হয়েছেন। এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হল থেকে মনোনয়ন জমা পড়েছে ২১টি।
ছেলেদের হলের মধ্যে সর্বাধিক মনোনয়ন পড়েছে শহীদ সোহরাওয়ার্দী হলে—এখানে ১৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৩ জন প্রার্থী। আর সর্বনিম্ন মনোনয়ন জমা পড়েছে শহীদ আবদুর রব হলে, যেখানে প্রার্থী হয়েছেন ৩১ জন।
মেয়েদের হলে সর্বাধিক মনোনয়ন পড়েছে বেগম খালেদা জিয়া হলে এখানে ৩১ জন প্রার্থী হয়েছেন। অন্যদিকে সর্বনিম্ন মনোনয়ন পড়েছে নওয়াব ফয়জুন্নেসা হলে, যেখানে প্রার্থী হয়েছেন ১৭ জন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে