Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এতে এ বছর এডিস মশাবাহিত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন— যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯ হাজার ৯০৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন।

এ সময়ে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, মোট ২০১ জন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, চট্টগ্রামে ১০৪ জন, রাজশাহীতে ৮২ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে (১০২ জন)।
এ ছাড়া বরিশালে ৩২ জন, ঢাকা উত্তরে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ