Views Bangladesh Logo

পঞ্চগড় সীমান্তে আরও ৯ জনকে বিএসএফের ‘পুশ ইন’

 VB  Desk

ভিবি ডেস্ক

ঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ নয়জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও সদর উপজেলার ডাংগিপুকুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ‘পুশ ইন’ করে।

এর আগে, ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে বাংলাবান্ধা সীমান্তে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পপি প্রায় এক বছর ধরে অবৈধভাবে ভারতের শিলিগুড়িতে বসবাস করছিলেন।

এর আগে, এদিন রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও সদর উপজেলার ডাংগিপুকুর সীমান্ত দিয়ে নয়জনকে ‘পুশ ইন’ করা হয়। শুক্রবার সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা সকলেই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি যশোর ও ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। বৈধ পথে ফেরত তরুণীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে দুই-তিন মাসে দশ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫৭ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ