Views Bangladesh Logo

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা: আরও ৯ জন গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর সংগৃহীত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এই ৯ জনকে গ্রেপ্তার করে।

এর আগে সোমবার ডিএমপি জানিয়েছিল, এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনায় আরও ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ