মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুনে নয়জনের মৃত্যু
রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে পুড়ে নয়জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম জানান, আগুনে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ১১টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তাজুল ইসলাম জানান, গোডাউনে ৬/৭ রকমের কেমিক্যাল আছে। টঙ্গীর মতো কেমিক্যাল। তবে কী রাসায়নিক আছে জানা নেই। ডিফেন্সিভ কায়দায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এদিকে আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন, মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে