Views Bangladesh Logo

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৯টি আন্তর্জাতিক ফ্লাইট

ন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ে পর্যাপ্তভাবে দৃশ্যমান না থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, আবহাওয়া উন্নত হওয়ার পর সকাল ৯টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো ধাপে ধাপে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই শীত ও ঘন কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনও এই কুয়াশা ও শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ