Views Bangladesh Logo

আদাবরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জন গ্রেপ্তার

রাজধানীর আদাবরে পুলিশের ওপর হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।


বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আদাবর থানার বিশেষ অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০২ জনকে গ্রেপ্তার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে একটি পুলিশ টহল দল সুনিবিড় হাউজিং এলাকায় একজন ভুক্তভোগীকে উদ্ধার করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য আল আমিনকে গুরুতর আহত করা হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ