ফরিদপুরে পুকুরে ডুবে শিশু নিহত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পুকুরে ডুবে মাহফুজা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। মাহফুজা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের মৃত নান্নু মোল্লার মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মাহফুজা বাড়ির পেছনের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাহফুজার মা পুকুরঘাটে তার জামা দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করা হয়।
মাহফুজার ভাই রবিউল মোল্লা জানান, দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে