ফেব্রুয়ারিতে নির্বাচন চায় ৮৬.৫ শতাংশ ভোটার: জরিপ
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—এমন মত দিয়েছেন দেশের ৮৬.৫ শতাংশ ভোটার। একই সঙ্গে ৯৪.৩ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। তবে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ ভোটারের ধারণা নেই।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’–এর প্রথম প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মো. রুবাইয়াত সরোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জরিপে দেশের ১০,৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেয়া হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নির্বাচনী সংস্কার বিষয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে