Views Bangladesh Logo

গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর: ‘হ্যামনেট’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। এবারের আয়োজন ছিল প্রত্যাশিত বিজয়ের পাশাপাশি কিছু চমকেও ভরপুর। ভ্যারাইটি অবলম্বনে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর বিজয়ীদের তালিকা নিচে তুলে ধরা হলো।

সিনেমা বিভাগ
ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘হ্যামনেট’। মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। অ্যানিমেটেড বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে নেটফ্লিক্সের ‘কে-পপ ডেমন হান্টার্স’।

নন-ইংলিশ ভাষার সেরা চলচ্চিত্র হয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’। একই ছবির জন্য সেরা অভিনেতা (ড্রামা) নির্বাচিত হয়েছেন ওয়াগনার মোরা।

সেরা পরিচালক হয়েছেন পল টমাস অ্যান্ডারসন, চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য। ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি, ‘হ্যামনেট’-এ অভিনয়ের জন্য।

মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রোজ বার্ন, ‘ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ’ চলচ্চিত্রের জন্য। একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন টিমোথি শ্যালামে, ‘মেরি সুপ্রিম’-এ অভিনয়ের জন্য। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে ‘গোল্ডেন’, অ্যানিমেটেড ছবি ‘কে–পপ ডেমন হান্টার্স’ থেকে।

টেলিভিশন বিভাগ
টেলিভিশনে ড্রামা বিভাগে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে এইচবিও ম্যাক্সের ‘দ্য পিট’। মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা টিভি সিরিজের পুরস্কার জিতেছে অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’।

এ ছাড়া সেরা লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র বিভাগে বিজয়ী হয়েছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলোসেন্স’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ