রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত
রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ট্রাকের ধাক্কা দেয়ার ঘটনায় আটজন সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, সেনাবাহিনীর টহল গাড়িটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আটজন সেনাসদস্য আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওসি আতাউর রহমান আরও জানান, ট্রাকচালককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে