Views Bangladesh Logo

ইসরায়েলি জিম্মিদের স্মরণ সমাবেশে বোমা হামলায় আটজন আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের কলাডোর বোল্ডারে গাজায় জিম্মি থাকা বাকি ইসরায়েলিদের স্মরণে বিক্ষোভ চলাকালে আগুন বোমা হামলায় আহত হয়েছেন আটজন। ‘হামলাকারী’ মোহাম্মদ সোলাইমানও আহত হয়ে তাদের সঙ্গেই হাসপাতালে চিকিৎসাধীন।

বোল্ডার পুলিশ জানায়, রোববার (১ জুন) স্থানীয় সময় সকালে ৪৫ বছর বয়সী সোলাইমান ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করতে করতে জনতার দিকে আগুন লাগানো বোমা সদৃশ বস্তুটি ছুড়ে মারে।

হামলাটি ঘটে ইউনিভার্সিটি অব কলোরাডোর পাশের জনপ্রিয় পার্ল স্ট্রিট মলে, যেখানে ‘রান ফর দেয়ার লাইভস’ সংগঠন ইসরায়েলি জিম্মিদের স্মরণে পদযাত্রাটির আয়োজন করেছিল। হামলার পর বিবৃতিতে সংগঠনটি জানায়, ২০২৩ সালে হামাসের হামলার পর থেকে জিম্মিদের জন্য তারা প্রতি সপ্তাহে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছে। এবারই প্রথম সহিংসতার ঘটনা ঘটল।

পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ রয়েছেন, যাদের বয়স ৫২ থেকে ৮৮ বছরের মধ্যে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এফবিআইয়ের ডেনভার ফিল্ড অফিসের প্রধান স্পেশাল এজেন্ট মার্ক মিশালেক বলেন, ‘প্রাথমিক তথ্যে এটিকে উদ্দেশ্যমূলক সহিংস হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এফবিআই এটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে’।

মিশালেক জানান, হামলার পর হামলাকারী সোলাইমানকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোলাইমান বা তার পরিবারের কোনো যোগাযোগের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলও এই ঘটনাকে ‘টার্গেটেড টেরর অ্যাটাক’ হিসেবে বর্ণনা করেছেন। কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়াইজার বলেন, ‘টার্গেট করা গোষ্ঠী বিবেচনায় এটি ঘৃণাজনিত অপরাধ (হেইট ক্রাইম) বলেই মনে হচ্ছে’।

বোল্ডার পুলিশের প্রধান স্টিফেন রেডফার্ন বলেন, ‘এই ঘটনায় আরও কেউ জড়িত বলে মনে হচ্ছে না। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, হামলাকারী একাই ছিলেন এবং তাকে আমরা আটক করেছি’।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার এক্স-এ দেয়া বার্তায় এটিকে ‘ভয়াবহ ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে বলেছেন, ‘এটি নিখাদ ইহুদিবিদ্বেষিতা’।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ ঘিরে উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্রেও। এতে ইহুদিবিদ্বেষী অপরাধের ঘটনাও বেড়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েলের রক্ষণশীল সমর্থকরা ফিলিস্তিনপন্থি বিক্ষোভগুলোকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে প্রচার করে চলেছেন।

যুদ্ধবিরোধী অনেক বিক্ষোভকারীকে অভিযোগ গঠন না করেই আটক এবং যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো এমন বিক্ষোভে বাধা দেয়নি, সেগুলোর অর্থায়ন বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এক্স-এ পোস্ট করা বার্তায় ট্রাম্পের উপ-প্রধান স্টাফ স্টিফেন মিলার দাবি করেন, হামলাকারী সোলাইমান ভিসার মেয়াদ পার হলেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং আগের প্রশাসন তাকে কাজের অনুমতিও দিয়েছিল।

তিনি বলেন, এটি আবারও প্রমাণ করে যে ‘আত্মঘাতী অভিবাসন নীতিমালার পুরোপুরি প্রত্যাহার এখন জরুরি’।

সোলাইমানের অভিবাসন-সংক্রান্ত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ