গজারিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় হওয়া এ সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এসময় গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলেন—স্বাধীন (২৮), শিরিনা বেগম (৪৬), সাইদুল (২৫), দেলোয়ার (৪৯), মোস্তফা (৪৮), সুজন (২৩), আসিফ মীর (১৯) এবং নয়ন (২৬)। এর মধ্যে স্বাধীন ও সাইদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন বিএনপি সারাদেশে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে। মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পান কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হন জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ। এরপর থেকেই উভয় পক্ষের উত্তেজনা বৃদ্ধি পায়।
শুক্রবার বিকেলে মহিউদ্দিনের সমর্থকরা সাহারা মার্কেট এলাকায় মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে কামরুজ্জামান রতনপন্থীরা সড়কের পাশে আনন্দ মিছিলে অংশ নিতে জড়ো হন। হঠাৎ দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।
যুবদল নেতা আলী হোসেন অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে মিছিল প্রস্তুতির সময় প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায় এবং তার গাড়ি ও অফিস ভাঙচুর করে। অপরদিকে বিএনপি নেতা মমিন মৃধা দাবি করেন, তাদের আনন্দ মিছিলের প্রস্তুতির সময় আলী হোসেনের অফিস থেকে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, এটি বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ নয়। রতনকে মনোনয়ন দেওয়ায় সাধারণ মানুষ আনন্দ করেছে এবং আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে