লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাসায় আগুন, ৭ বছরের শিশু নিহত
লক্ষ্মীপুরের সদর উপজেলায় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী কন্যাশিশু আয়েশা আক্তার নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন এবং তার আরও দুই মেয়ে—বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)—দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় বীথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের খাবারের পর পরিবার ঘুমোতে যান। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করেন, এটি পরিকল্পিত আগুনঘটনা এবং নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানান, ঘটনার কারণ তদন্ত চলছে এবং এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না তা যাচাই করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে