Views Bangladesh Logo

তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, এটি ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ইউএসজিএস জানিয়েছে, স্থানী সময় বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে দেশটির হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে এবং কম্পনটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে ছিল।

তাইওয়ানের কর্মকর্তারা জানিয়েছে, ভূমিকম্পে হুয়ালিয়েন শহরে ধসে পড়া ভবনে আটকা পড়েছে মানুষ। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ছাড়াও দ্বীপ রাষ্ট্রের পূর্ব উপকূলের একটি প্রধান মহাসড়ক ভূমিধসে এবং পাথরের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি কমান্ড সেন্টার (সিইওসি) জানিয়েছে, বুধবারের এ ভূমিকম্পে অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে ১৫টি হুয়ালিয়েন শহরে ।

সিইওসির তথ্যমতে, এ ঘটনায় ৯১ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাইওয়ান সরকার পরিচালিত তাইপাওয়ার কোম্পানি এ সমস্যাটি সমাধানের জন্য কাজ করছে।

এমতাবস্থায় তাইওয়ানের বিদায়ী রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন বলেছেন, তিনি তার প্রশাসনকে ‘অবিলম্বে’ পরিস্থিতির ঊর্ধ্বে গিয়ে কাজ করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভূমিকম্প পরবর্তী প্রভাবগুলি বোঝার নির্দেশ দিয়েছেন।

তিনি প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে এবং দুর্যোগের প্রভাব কমাতে স্থানীয় সরকারের সঙ্গে একসাথে কাজ করতে বলেছেন।

এদিকে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র সতর্ক করেছেন, সপ্তাহের শেষদিকে ৭ মাত্রার আরেকটি ভূ-কম্পন হতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের জেরে তাইওয়ান, দক্ষিণ জাপান এবং ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুনামির সময় সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার (৯ ফুট) ছাড়িয়ে যেতে পারে।

এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাইওয়ানের সেই ভূমিকম্পে ২ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। এ ছাড়াও ধসে পড়েছিল অন্তত ৫ হাজার ভবন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ