চিকিৎসা খাতে শিক্ষক সংকট দূরীকরণে ৭০ শতাংশ প্রণোদনা
চিকিৎসা খাতে মৌলিক বিষয়ে শিক্ষক সংকট দূরীকরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।
মঙ্গলবার (৪ অক্টোবর) এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছর থেকেই এ আর্থিক সুবিধা কার্যকর হবে।
বেসিক সাবজেক্ট- অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও অ্যানেস্থেসিওলজি- পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হবে।তবে শিক্ষকেরা শর্তসাপেক্ষে এই প্রণোদনা পাবেন ।
কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী বেসিক সাবজেক্টের শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতা প্রদানের লক্ষ্যে দাপ্তরিকভাবে নন-প্রাকটিসিং ডিক্লারেশন দিতে হবে।
সংশ্লিষ্ট সাবজেক্টের কোনো শিক্ষক নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দিতে ব্যর্থ হলে কিংবা প্র্যাকটিসিং-এর সাথে জড়িত মর্মে প্রমাণিত হলে তিনি এই প্রণোদনা ভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না।
এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ১ম জাতীয় বেতন স্কেলে এ ভাতার হার অপরিবর্তনীয় থাকবে এবং ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম নজরে এলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৬ হাজার ৪৪৬টি শিক্ষক পদ রয়েছে, যার মধ্যে ২ হাজার ৭০০টি পদ শূন্য। এর মধ্যে অধ্যাপক পর্যায়ে সবচেয়ে বেশি ৬৪.৬৫ শতাংশ পদ শূন্য রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে