Views Bangladesh Logo

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তান এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার, মো. কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), মো. বাবুল হাওলাদার (৩৮), মো. রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)।

শাহবাগ থানার সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে আরও ৪-৫ জন পালিয়ে যায়।

অভিযানে একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকিটকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি স্মার্ট ফোন, ছয়টি বাটন মোবাইল , এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করে তারা ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করত।

পুলিশের নথি অনুযায়ী, গ্রেফতারকৃত মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদের নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদারের নামে ৩টি, মো. মেহেদী হাসান ওরফে হাসানের নামে ৪টি, মো. বাবুল হাওলাদারের নামে ২টি এবং মো. রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ