নরসিংদীতে সীসা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক
নরসিংদীর সদর উপজেলার পঞ্চদোনায় পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহার করে সীসা উৎপাদনকারী একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে—দক্ষিণ শিলমুন্ডির কাদির মিয়ার ছেলে মোজ্জামেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)।
স্থানীয়রা জানান, চীনা মালিকানাধীন ওই কারখানাটি দীর্ঘদিন ধরে নিরাপত্তাবিধি না মেনে পরিচালিত হচ্ছিল। রোববার সকালে কাজ চলাকালীন হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে, এতে আগুন ছড়িয়ে পড়ে এবং সাতজন শ্রমিক দগ্ধ হন।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। দগ্ধদের অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফারিদা গুলশানারা কবির জানান, দগ্ধ দুই শ্রমিকের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং আরেকজনের ৫০ শতাংশ পুড়ে গেছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানাটি বৈধভাবে পরিচালিত হচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে