Views Bangladesh Logo

ঢামেকে রোগী ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী ভাগাভাগি ও আইসিইউতে নেয়া নিয়ে দালালচক্রের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রথমে জরুরি বিভাগের সামনে, পরে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন—শাহাদাত গ্রুপের নওশাদ, আনিসুর রহমান, রিপু ও রিয়াজ এবং বিল্লাল গ্রুপের ইমন, বাঁধন ও সুমন।

হাসপাতালের কর্মচারীরা জানান, মূলত আইসিইউ রোগী ভাগাভাগি ও অ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। প্রথমে নওশাদকে মারধর করা হয়, পরে শাহাদাত গ্রুপের লোকজন পাল্টা আক্রমণ চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ইমনের মাথায় গুরুতর জখম হয় এবং বাঁধনের হাত ভেঙে যায়।

এর আগে রোগী ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে শাহাদাত গ্রুপের সঙ্গে আরেকটি গ্রুপের সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে শাহাদাতকে বহিষ্কার করা হয়।

ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. শিপন বলেন, শাহাদাত গ্রুপ ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। ইমনসহ কয়েকজন এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের সমিতি ঘরের সামনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত বলেন, রাতে জরুরি বিভাগের সামনে বিল্লাল, সুমন, নাসির, ইমন, দুলাল, শাফিনসহ কয়েকজন নওশাদকে বেধড়ক মারপিট করেন। খবর পেয়ে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালের মালিক আনিসুর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে চাইলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও একপর্যায়ে মারামারি হয়।

ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালের মালিক আনিসুর রহমান বলেন, জরুরি বিভাগের সামনে আমার গাড়িচালক নওশাদকে কয়েকজন মারধর করে আহত করে। আমি বিষয়টি জানতে চাইলে তারা আমাদের ওপরও হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগের সামনে ও হাসপাতালের বাইরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তবে সঠিক কারণ জানার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ