Views Bangladesh Logo

চট্টগ্রামে শোভাযাত্রায় চিন্ময়ের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড, আটক ৭

ট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে সাতজন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর আন্দরকিল্লা এলাকায় শোভাযাত্রা শুরুর কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, শোভাযাত্রার আয়োজকরা কয়েকজন যুবকের হাতে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তাদের হেফাজতে নেয়। বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ