ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে রাস্তায় নামছেন ৭ কলেজ শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অধ্যাদেশ জারির দাবিতে রাস্তায় নামছেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও মিছিল করবেন। শিক্ষার্থীদের দাবি—প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের জন্য সরকার যেন দ্রুত অধ্যাদেশ জারি করে। তারা বলেন, সাত কলেজ ঢাবির অধিভুক্ত নয়, বরং এটি একটি স্বতন্ত্র পরিচয় পাওয়ার দাবি।
শিক্ষার্থীরা জানান, ‘অধিভুক্ত’ শব্দটি তাদের আত্মপরিচয়কে ক্ষুণ্ন করে এবং দীর্ঘদিনের ‘সাত কলেজ’ কাঠামো কেবল বিভ্রান্তি তৈরি করেছে। তাদের ভাষ্য, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয় বরং তাদের বহু বছরের সংগ্রামের প্রতীক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, নতুন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পাসের পাঁচটি ধাপ রয়েছে—খসড়া তৈরি, আইনি পর্যালোচনা, মন্ত্রণালয়ের অনুমোদন, উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং সর্বশেষে রাষ্ট্রপতির স্বাক্ষর। শিক্ষার্থীদের আশঙ্কা, এই প্রক্রিয়ায় অযথা বিলম্ব হলে পুরো উদ্যোগ মুখ থুবড়ে পড়তে পারে।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির প্রধান সমন্বয়কারী আবদুর রহমান বলেন, স্বতন্ত্র পরিচয়ের দাবি থেকে সরে যাওয়ার কোনো ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না। সরকারকে নির্ধারিত সময়ের মধ্যেই অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে।
বুধবার সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর ১১টায় আজিমপুর মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও এডেন মহিলা কলেজের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করবে। পরে মিছিলটি আবার ঢাকা কলেজে ফিরে গিয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয়। এই বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকছে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে