Views Bangladesh Logo

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের পর আগুন লেগে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। এ সময় পরিষ্কারের কাজে থাকা সাতজনের শরীর ঝলসে যায়। তবে বিস্ফোরণের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ