১৯০ কোটি টাকা আত্মসাত, ৭ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দুদকের
নিয়মবহির্ভূত ঋণ বিতরণের মাধ্যমে প্রায় ১৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাত কর্মকর্তা এবং নুরজাহান গ্রুপের তিন কর্ণধারসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।
মামলায় আসামি করা হয়েছে-অগ্রণী ব্যাংকের সাবেক এমডি ও সিইও সৈয়দ আব্দুল হামিদ, সাবেক মহাব্যবস্থাপক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, মো. মোফাজ্জল হোসেন, মোহাম্মদ শামস উল ইসলাম, সাবেক উপ-মহাব্যবস্থাপক তাজরীনা ফেরদৌসি ও আবুল হোসেন তালুকদার এবং প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদকে।
এছাড়া আসামি হয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী মো. মিজানুর রহমান এবং নুরজাহান গ্রুপের পরিচালক জহির আহমেদ, টিপু সুলতান ও ফরহাদ মনোয়ার।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, নিয়মবহির্ভূতভাবে ২০১০ সালে ছোলা ও গম আমদানির জন্য মিজানুর রহমানকে অগ্রণী ব্যাংকের আছাদগঞ্জ শাখা থেকে ঋণপত্র খোলা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, জামানতের নিয়মসহ একাধিক শর্ত অমান্য করে ঋণ অনুমোদন দেওয়া হয়।
পরে ঋণ পরিশোধ না করায় ২০১২ সালে পুনঃতপশীল করা হলেও সুদে-আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯০ কোটি টাকা, যা আর ফেরত আসেনি।
মামলায় দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে