ফেনীতে ৬ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগ
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
নিহত শিশুর পরিবার জানায়, তারা তেমুহানী বাজার সংলগ্ন সোনালী ব্রিক ফিল্ডের পাশে ভাড়া বাসায় বসবাস করছিল। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১২টার দিকে ব্রিক ফিল্ডের ট্যাংকির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্রিক ফিল্ডের শ্রমিক রাসেলকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে রাসেলই জড়িত।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে