Views Bangladesh Logo

মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়ার কেলান্তান প্রদেশে অভিবাসন বিভাগের অভিযানে ৭৫ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৭ জনই বাংলাদেশি।

বুধবার (২৯ অক্টোবর) কেলান্তান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ এক বিবৃতিতে জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া সাতজন স্বীকার করেছেন যে তারা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের সুংগাই গোলোক নদীপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।

তিনি বলেন, সীমান্তের অবৈধ পথে দেশে ঢোকার পর এক পরিবহন চক্র তাদের কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা মালয় উপদ্বীপের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার একাধিক নির্মাণস্থলে তল্লাশি চালানো হয়। এতে ৭৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয় এর মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক।

গ্রেপ্তারদের প্রাথমিকভাবে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯(বি) লঙ্ঘনের অভিযোগে তদন্ত করা হচ্ছে। তাদের সবাইকে তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে।

অভিযানটি সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অভিবাসী প্রবেশ রোধে মালয়েশিয়া অভিবাসন বিভাগের চলমান অভিযানের অংশ বলে জানিয়েছেন মোহাম্মদ ইউসুফ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ